আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার তো কোনো দোষ নাই-সুলেখা আক্তার শান্তা

সাহেব আর বেগম সাহেব ঝগড়া করে। বাচ্চাটা লেপটে থাকে আমার বুকের সাথে। আমার বুকটা
যেন পৃথিবীতে তার বাঁচার সবচেয়ে নিরাপদ জায়গা। মায়া মমতার তীব্র ধারা প্রবাহিত হতে
থাকে আমার রক্তস্রোতে। মনে হয় আজীবন বুক দিয়ে আগলে রাখবো বাচ্চাটাকে। অর্থ খুঁজে পায়
আমার অর্থহীন জীবন। একদিন সাহেবের কুদৃষ্টি পড়ে আমার দিকে। বেগম সাহেব আমাকে বাসা
থেকে বের করে দেয়। বাচ্চাকে কেড়ে নেয় আমার কোল থেকে। বুক থেকে ছিঁড়ে যায় কলিজাটা।
পৃথিবীর আলো নিভে যায় দপ করে। কেন হলো এমনটা। আমার তো কোন দোষ নাই।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ