আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা মোকাবেলায় কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন

 

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হযেছে।

আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার সকালে জেলা শহরের ইসলামীয়া সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পেইন থেকে মাস্ক পরিধান, হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত সচেতনতামূলক এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ-বিপিএম বার।
জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রহমান রুমির পরিচালনায় ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম প্রমুখ।
বক্তাগণ শীতকালে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেন। এ সময় তারা নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়নে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ