আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ২৪ জুয়ারিকে আটক করেছে র‍্যাব-১৪

 

ডেস্ক রিপোর্টঃ র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন
সাদকখালী এলাকা থেকে জুয়া খেলার নগদ ৩,৩৪,৪১০/-(তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশত দশ) টাকা,২০(বিশ)টি নন পয়েন্টেড ডার্টস, ১০(দশ)টি কাঠের টুকরা, ০১(এক)টি ওয়ান টু টেন
বোর্ড, ০১(এক)টি ওয়ান টু টেন প্যানা এবং ০১(এক) বান্ডিল তাস’সহ ২৪(চব্বিশ) জন জুয়ারী আটক।
র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ থানাধীন সাদকখালী এলাকায় একটি পরিত্যক্ত ঘরের ভিতর কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ২৭ নভেম্বর ২০২০ খ্রিঃ অনুমান রাত ০২.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সাদকখালী এলাকা হতে ১। মোঃ হাবিবুর রহমান(৫৫), পিতা-মোঃ আঃ হামিদ, সাং-আঠরোবাড়ি, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ২। ইয়াসিন(৩৯), পিতা-শাহজাহান,বাদুস্বর, থানা ও জেলা-বি-বাড়িয়া, ৩। নূরজ্জামান(৪৫), পিতা-নূরুল ইসলাম, সাং-রথখলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৪। সুহেল(৩২), পিতা-মৃত আবু তাহের, সাং-কটিয়াদি, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, ৫।আলম (৩৫), পিতা- ওয়াসীম উদ্দিন, সাং-পুলেরঘাট, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৬। আলাল (৪৫), পিতা-মৃত শাহনেওয়াজ, সাং-ইশ্বরগঞ্জ, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ৭। আবু সাঈদ (৬১), পিতা-মৃত আঃ বসির, সাং-নান্দাইল, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ৮। লিটন দাস(৪৮), পিতা-মৃত মনিন্দ্র চন্দ্র দাস, সাং-বাজিতপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ ৯। মোঃ দুলাল মিয়া(৫২), পিতা-নূরুল ইসলাম, সাং-ধরগাও, থানা-নান্দাইল,জেলা-ময়মনসিংহ, ১০। মোঃ শহিদুল ইসলাম (৪৮), পিতা-মৃত শামছুদ্দিন, সাং-বত্রিশ, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১১। শাহজাহান (৫০), পিতা-মৃত শফিকুর রহমান, সাং-তারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১২।আবু বকর (৫৯), পিতা-মৃত নান্নু খা, সাং-সিদলারপাড়, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১৩। দ্বীন ইসলাম(৩০), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-বাশহাটি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১৪। সুরুজ আলী (২৭),পিতা-মোঃ শুক্কুর মাহমুদ, সাং-উত্তর পাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১৫। নিজামউদ্দিন(৪৮), পিতা-মৃত আঃ মান্নান, সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ১৬। শহিদুল্লাহ (৬০), পিতা-মৃত সাহেদ আলী, সাং-নান্দাইল, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ১৭। জিয়াউর রহমান(৪২), পিতা-মৃত বাহার উদ্দিন, সাং-গন্দা, থানা-কেন্দুয়া,জেলা-নেত্রকোনা, ১৮। রফিকুল ইসলাম (৪০), পিতা-আফছার উদ্দিন, সাং-হোসেনপুর,থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, ১৯। আতিক(৪৭), পিতা-মৃত আবু বকর, সাং-তারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২০। আবু সাঈদ(৪৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-ধনাইল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২১।জুলহাস(৫০), পিতা-মৃত রুকনউদ্দিন, সাং-মহিনন্দ, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২২। গোলাম মিয়া (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং-নোয়াকান্দি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ২৩। প্রিয়তোষ সরকার(৪৬), পিতা-মৃত প্রমোধ, সাং-জেলা স্মরণী, থানা ও জেলা-কিশোরগঞ্জ ২৪। সুমন পাল(৩৮), পিতা-গোপাল পাল, সাং-ধনাইল,
থানা ও জেলা-কিশোরগঞ্জ-দের’কে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্ণব দত্ত, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর নেতৃত্বে একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ৩,৩৪,৪১০/-(তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশত দশ) টাকা,২০(বিশ)টি নন পয়েন্টেড ডার্টস, ১০(দশ)টি কাঠের টুকরা, ০১(এক)টি ওয়ান টু টেন বোর্ড,
০১(এক)টি ওয়ান টু টেন প্যানা এবং ০১(এক) বান্ডিল তাস’সহ ’সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে।
উক্ত আসামীদেরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে নির্বাহী
ম্যাজিষ্ট্রেট অর্ণব দত্ত, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ কতর্ৃক ০১নং হতে ২২নং আসামীকে২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২৩নং হতে ২৪নং আসামীকে ১০০/-(একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ