আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের নারকেল দেয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি: বাড়ির পাশে খেলতে থাকা ০৫ বছরের শিশুকে নারকেল দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করেছে হাবিবুর রহমান নামের প্রতিবেশি এক যুবক। পরে থানায় মামলা হলে ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া (ফকিরপাড়া) নামক গ্রামে।
মামলা এবং পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে নিগৃহিত শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় প্রতিবেশি মৃত সায়েদ আলীর পুত্র দুই সন্তানের জনক হাবিবুর রহমান নারকেল দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে তার শয়ন কক্ষে নিয়ে তাকে ধর্ষন করে। এসময় মেয়েটির কান্নাকাটি শুরু করলে ধর্ষক তাকে বাড়ির বাইরে রেখে সটকে পড়ে। মেয়েটির নানি ফরিদা বেগম শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এসময় পরিবারের সকলকের সামনে শিশুটি তার সাথে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার বিবরণ দেয়। পরে শিশুটিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুরে অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমানকে চর বলদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category