আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রতিরোধমূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সমাবেশে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক মোঃ সোলায়মান, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, বিএমএর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরিচালক ডাঃ মোঃ এহসানুল হক, স্বাচিপ সভাপতি ডাঃ দীন মোহাম্মদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ আ ন ম নৌশাদ খান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ছাইফুল আলম, কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ বাহাদুর আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল এহসান পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী, ইসলামিক ফাউন্ডেশনেসর উপপরিচালক মোঃ হাবেজ আহমেদ, গুরুদয়াল সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তর ও বিভাগের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, সকল সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

সভায় গত ৫ ডিসেম্বর ২০২০ তারিখে কুষ্টিয়ায় রাতের আঁধারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য কতিপয় রাষ্ট্রদ্রোহী দুর্বৃত্ত কর্তৃক ভেঙ্গে ফেলার ঘটনায় কিশোরগঞ্জ জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফোরামের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ