আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র হলেন আ.লীগের মাহমুদ পারভেজ

 

প্রতিদিন সংবাদ ডেস্ক :
কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আ.লীগের মামুদ পারভেজ।
অবশেষে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া একটি কেন্দ্রে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. পারভেজ মিয়া। দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন।

মো. পারভেজ মিয়া পেয়েছেন ২১ হাজার ৮২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া ২০ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।

 

শনিবার (৩০ জানুয়ারি) কিশোরগঞ্জ পৌরসভার ওয়ালী নেওয়াজ খান কলেজের তৃতীয় তলা বিল্ডিং কেন্দ্রে পুনরায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ কেন্দ্রের ১৮৫২ ভোটারের মধ্যে ১৪৪৮ জন ভোট দেন। এরমধ্যে পারভেজ মিয়া ৯০২ ভোট পেয়ে বিজয়ী হন। হাজী ইসরাইল মিয়া পেয়েছেন ৫১৬ ভোট।

গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের তিনতলা ভবন কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় ভোটগ্রহন বন্ধ হয়ে যায়। পরে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

ওই কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীর ভোটের ফলাফল আটকে যায় ওই কেন্দ্রের বেড়াজালে।

২৮টি কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত ২৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) মো. পারভেজ মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৯২২ ভোট। হাজী মো. ইসরাইল মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৪৩৮ ভোট।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ