আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামসহ ৮ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা টিকা প্রদান শুরু

 

আসলাম উদ্দিন আহম্মেদ ঃ কুড়িগ্রাম আধুনিক হাসপাতালসহ ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু
রোববার সকাল ১১ টায় কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমানের শরীরে প্রথম করোনা টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। এরপরই জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: নবিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, উপাধাক্ষ মীর্জা মোঃ নাছির উদ্দিন, নবনির্বাচিত পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

অন্যদিকে জেলার ব্রম্মপুত্র দ্বারা বিছিন্ন সীমান্তবর্তী রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ১০ টায় করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন সকালে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে টিকা গ্রহন করে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আসাদুজ্জামানের শরীরে প্রথম করোনা টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন ডা: মোঃ হাবিবুর রহমান জানান, সকাল ১১ টায় প্রথম নিজের শরীরে করোনা টিকা গ্রহণের মাধ্যমে কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা ১টা পর্যন্ত সদর হাসপাতালে প্রায় ৬০ জন টিকা গ্রহণ করেন। তখনও অনেকে টিকা গ্রহণের জন্য অপেক্ষা করছিল। এখন পর্যন্ত কোথাও কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তিনি নিজেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এ পর্যন্ত জেলায় সাড়ে ৩ হাজার মানুষ রেজিস্ট্রেশনের আওতায় এসেছে। প্রথম পর্যায়ে আগামি ১২ দিনের মধ্যে ৩০হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। জেলায় ৬০ হাজার টিকা মজুদ রয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ