আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় ভূমি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল ১৬ মার্চ ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ৯:০০ টায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ অবস্থিত উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি) কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, আঞ্চলিক গুচ্ছ গ্রাম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোনাল সেটেলমেন্ট অফিস, বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল বলেন, নাগরিকদের সুস্থ-সুন্দর পরিবেশে সেবা প্রদানের জন্য অফিস প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তাই অফিস প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে আমরা এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। এছাড়া ডেঙ্গু বা করোনার প্রকোপ রোধেও এ কর্মসূচির প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে নাগরিকদের যথাযথ সেবা প্রদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানো সম্ভব হবে বলে আমরা মনে করি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ