কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় ৫১৫ পিস ইয়াবাসহ মো. রমজান মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরতলীর সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রমজান মিয়া জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বানকাটা ছনকান্দা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ শহরতলীর সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রমজান মিয়াকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।