আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাড়াইলে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মো. বাবু মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (২৬ মে) বিকালে তাড়াইল উপজেলার সেকান্দার নগরের জামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. বাবু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিংগারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের মো. নাছির মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে তাড়াইল উপজেলার সেকান্দার নগরের জামতলা বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে তিন কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মো. বাবু মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ বিষয়ে মাদক ব্যবসায়ী মো. বাবু মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ