আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে একদিনে করোনায় আরো ৬৩ মৃত্যু

দেশে করোনায় একদিনে আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮ ৪০ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন।

ফের করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

এদিকে গত একদিনে সারাদেশে করোনাভাইরাসের ২৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ