বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাত ১২টা ১মিনিটে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য ও পুষ্পার্ঘ্য অর্পন করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মুসলিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এমরান আলী ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন কবির, করিমগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু হায়াৎ রনি, উপজেলা যুবলীগ নেতা সাহানুর প্রমুখ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করার শপথ নেন।
Leave a Reply