আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আংশিক ভাংচুর এবং আঘাতের অপচেষ্টায় উত্তাল কিশোরগঞ্জ। প্রতিদিনই হচ্ছে মানববন্ধন, বইছে নিন্দার ঝড়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ মানববন্ধন করেছে।

সোমবার (০২ আগস্ট) সকালে আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ। বক্তারা কিশোরগঞ্জের প্রাণপুরুষ সৈয়দ আশরাফুল ইসলামে মূর‍্যালে আঘাতের অপচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ