আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে কেন্দ্রীয় কৃষক লীগের নেতারা টিকাদান কেন্দ্র পরিদর্শন

করিমগঞ্জ কিশোরগঞ্জ প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে করোনার টিাকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক লীগের কেন্দ্রিয় নেতারা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার সকালে কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে কৃষক লীগের নেতারা নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে যান। এ সময় কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, তৃণমূল পর্যায়ে অল্প সময়ের মধ্যে বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বে নজির স্থাপন করেছেন। তিনি কারও কথায় বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান।

কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি নেতারা সরকারের ভালো কাজের বিরোধিতা করেন। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া করোনার টিকার সমালোচনা করেছিলেন। অথচ তিনি টিকা নিয়েছেন। টিকাদান কার্যক্রমকে সফল করে তোলার জন্য দল মত সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা দীন ইসলাম, জহির উদ্দিন ছফি প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ