আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ৬৯৩ তম সাপ্তাহিক সভা

 

 

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৬৯৩ তম সাপ্তাহিক সাহিত্যসভা শুক্রবার সকালে শহরের কালীবাড়ি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সহ সভাপতি এম. এ. হালিম তালুকদারের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দন্ত চিকিৎসক হিরা মিয়া, সংগঠনের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল হাসান রুবেল, শিল্পী মাজাহারুল ইসলাম ও মো. সুজন মিয়া।

সভায় সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে তাদের কর্ম ও অবদান নিয়ে আলোচনা করা হয়। প্রয়াত কন্ঠশিল্পী আনতারা মোকাররমা প্রথম যেদিন ভোরের আলো সাহিত্য আসরে এসে যে গান গেয়েছিলেন, অনুষ্ঠানে সেই গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আনতারার গানের সেইদিন শ্রোতা ছিলেন কিশোরগঞ্জের খ্যাতনামা কবি আশুতোষ ভৌমিক। তিনিও পরপারে চলে গেছেন। তাছাড়া আলোর মেলা পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম চৌধুরী, শামীমা আক্তার ঝর্ণা, সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, কবি আবদুল বারী মাস্টার, খন্দকার মো. আবদুল মান্নান ও মাহফুজুর রহমানের প্রয়াণে তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে তাদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ