আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আমরা ৯৩ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্ভোধন

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি:
সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে কিশোরগঞ্জে আমরা ৯৩ বন্ধুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে।
বৃধবার (২৫ আগষ্ট) শহরের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রণের সংগঠন আমরা ৯৩ কিশোরগঞ্জের বন্ধুরা।
একই দিনে গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করে। আমরা৯৩ কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে কিশোরগঞ্জের বন্ধুরা ২৭ শে আগষ্ট পর্যন্ত ৫৯৩ চারা রোপন করার কর্মসূচি হাতে নিয়েছে।
১৯৯৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণের বন্ধু সংগঠন ‘আমরা ৯৩’ এর উদ্যোগে শুরু হলো সারাদেশব্যাপী ‘বৃক্ষরোপণ সপ্তাহ- ২০২১’। এ কর্মসূচির আওতায় ঢাকাসহ প্রতিটি বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন স্থানে আগামী ২৭ আগস্ট পর্যন্ত প্রায় ৯৩ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে এ বন্ধু সংগঠনটি। ‘আমরা ৯৩’ এর ‘বৃক্ষরোপণ সপ্তাহ- ২০২১’ কর্মসূচির উদ্বোধন ও সমন্বয় করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মোহাম্মাদ ওমর ফারুকসহ সংগঠনের কার্যকরী ও বিভাগীয় সমন্বয়কারী কমিটির সদস্য বন্ধুরা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ