আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের ১ কোটি ১৪ লাখ টাকার চেক পাচ্ছে অসহায় রুগীরা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী ও স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। জেলার ২২৮ জন অসহায় রোগীর মধ্যে মোট ১ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করছে জেলা
সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার ৪১ জনের মধ্যে চেক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ
সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার,কারা মেডিকেল অফিসার ডাঃ হিমেল সাহা হিমু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, কলম টুয়েন্টিফোরের সম্পাদক সাজন আহাম্মদ পাপন প্রমুখ।

 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান জানিয়েছেন , সমাজসেবা
অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মস‚চির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে
অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দ‚রারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,
স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের
পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়। আর্থিক সহায়তা কর্মস‚চির অধীনে এবার
কিশোরগঞ্জ জেলায় ২২৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ কোটি ১৪ লাখ টাকা
অনুদান প্রদান করা হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ