আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৩

 

প্রতিদিন সংবাদ ডেস্ক

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন দিন দিন বেশ উন্নতির দিকে যাচ্ছে। নিম্নগামী সংক্রমণের বিপরীতে জেলায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া মৃত্যুর হারও কমেছে। ফলে করোনা সংক্রমণ নিয়ে জেলায় বেশ স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক সর্বশেষ বুধবার (১ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ১৮২ জন সুস্থ হয়েছেন। এছাড়া এদিন জেলায় নতুন করে মোট ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে সর্বশেষ রিপোর্টে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে টানা দুইদিন করোনায় মৃত্যুশূন্য ছিল জেলা।

নতুন করোনা শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ১১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ২ জন শনাক্ত হয়েছেন।

জেলার করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭৪ জন। তাদের মধ্যে ৩ জন আইসিইউতে এবং ৬ জন এইচডিইউতে রয়েছেন।

এছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত একজন নারী (৫০) মঙ্গলবার (৩১ আগস্ট) মৃত্যুবরণ করেছেন। তিনি কটিয়াদী উপজেলার বাসিন্দা।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৬৪৯ জন শনাক্ত, ৯ হাজার ৭০৩ জন সুস্থ এবং ২১০ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৭৩৬ জন। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ও ১৭০০ জন হোম আইসোলেশনে রয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ