আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ইটনায় ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই

 

কিশোরগঞ্জের ইটনায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই। সোমবার সকালে ইটনা পুরাতন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে পুরাতন বাজারের আদনান মিয়ার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানের বৈদ্যুতিক বাল্ব ভেঙ্গে তোলার মধ্যে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ইটনা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আদনান মিয়ার লেপ-তোষকের দোকান ছাড়াও মিল্টনের লাইব্রেরি, আরশ আলীর চালের দোকান, ফাইরুলের মুদি দোকান, নিখিল কর্মকারের স্বর্ণের দোকান, আরশ আলীর স্বর্ণের দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এছাড়া আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে প্রায় ২০/২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ