আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের হাওরে মৎস গবেষণা ইনস্টিটিউট করা হবে-মন্ত্রী শ ম রেজাউল করিম

 

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘কিশোরগঞ্জের হাওর দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত।
এ হাওরে আন্তর্জাতিক মানের মৎস প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলার চিন্তা সরকারের মাথায় আছে। এ জন্য প্রাথমিকভাবে আমরা এ এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপন করবো। জেলেদেরকে সঠিকভাবে মৎস্য আহরণের প্রশিক্ষণের আওতায় আনবো। তবে বড় একটা সুখবর দিচ্ছি, খুব দ্রুত কিশোরগঞ্জের হাওরে ¯^তন্ত্র মৎস্য গবেষণা
ইনষ্টিটিউট স্থাপন করা হবে। ইতিমধ্যে বিষয়টি একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল রোববার জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের বাড়ি সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন. ‘হাওরের মিঠাপানির মাছ আমাদের সম্পদ। এসকল মাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার সচেতন নাগরিক সমাজ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের।’ তিনি হাওরের জেলেদের উদ্দেশ্যে বলেন, পোনা মাছ বড় না পর্যন্ত
ধরা যাবে না। এসকল পোনা আহরণ থেকে বিরত থাকতে হবে। হাওরে বোরো আবাদের পাশাপাশি মাছ চাষের ওপর গুুরুত্ব দিতে হবে।
হাওরে পর্যটকদের ফেলে রাখা ভাসমান বর্জ্য সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ ভবিষ্যতে মাছ চাষ ও বোরো আবাদে এর প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন। পর্যটকদের প্লাষ্টিক বর্জ্য ফেলা
থেকে বিরত থাকতে হবে। পানি শুকানোর পর এসকল বর্জ্য ক্ষাতির কারণ হয়ে দাঁড়াবে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান,অষ্ট্রগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির
সভাপতি মোঃ শাহজাহান মিয়া, ,এডভোকেট শামসুন্নাহার নেলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় হাওরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ