আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম

আসলাম উদ্দিন আহম্মেদ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার ভোর ৩টা ১০ মিনিটে  রংপুর মেডিকেলের করোনা ডেডিকেটেড  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি১ স্ত্রী, ১ কন্যা ও ১ ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীর মসজিদ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে কাজির মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে অংশ গ্রহন করেন, কুড়িগ্রাম -৩ আসনের  সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর  মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর এমএসএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর  প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সহিদুল আলম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
তার মূত্যুতে  সাংবাদিক, উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ  গভীর শোক প্রকাশ করেছেন ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ