আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি চানমিয়া সম্পাদক জয়নাল

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক
কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলে মানবাধিকার নেতৃত্ব নির্বাচনের জন্য মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিল বুধবার সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্র আসকের কোর্ডিনেটর রোকনুজ্জামান, সিনিয়র ক্রিয়েটিভ এ্যাক্টিভিটিস শিল্পী শর্মা, পপির প্রোগ্রাম সুপার ভাইজার মোঃবিল্লাল হোসেন প্রমুখ। পরে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিলে
পরিষদের সভাপতি নির্বাচিত হন পল্লী চিকিৎসক মোঃ হাবিবুর রহমান চাঁন মিয়া, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুল ইসলাম হেলাল।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেনঅ্যাডভোকেট গাজী মাহমুদ। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন একেএম তাহের উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার
আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যড.হামিদা বেগম, আরজত আতরজান স্কুলের শিক্ষক হুমায়ুন কবীর, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ছড়াকার হারুন আল রশিদ, মানবাধিকার নারী সমাজের সভানেত্রী আনোয়ারা বেগম, কিশোরগঞ্জ যুব
উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মেম্বার হারুন অর রশিদ প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্বিদতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ২০ ভোট ও তার প্রতিদ্বন্দি জসিম উদ্দিন ১২ ভোট পেয়েছেন। নির্বাচনে ৩৫টি
ভোটারের মধ্যে ৩২টি ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩টি ভোট নষ্ট হয়েছে
বলে জানান। সভায় মানবাধিকার কর্মীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষগণ
উপস্থিত ছিলেন। নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন পপির জেহুার এন্ড সোস্যাল জাস্ট্রিজ প্রোগ্রাম জিএসজিপি ও আসক।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ