আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কণ্ঠশিল্পী আনতারা মোকাররমা স্মরণে কিশোরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃকণ্ঠশিল্পী আনতারা মোকাররমা স্মরণে কিশোরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনতারা মোকাররমা স্মৃতি পরিষদের আয়োজনে বত্রিশে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক
মোঃ শাহীন মিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সংস্কৃতি কর্মী ফৌজিয়া জলিল ন্যান্সি। বিশেষ
আলোচক ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান, অধ্যাপক ছড়াকার সামিউল
হক মোল্লা। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের
সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নিহতের পিতা মোকাম্মেল হক, মাতা
আসমা বেগম, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা ডাঃ হীরা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান, তোলপার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, নবরুপ সাংস্কৃতিক একাডেমীর
পরিচালক আবুল কালাম আজাদ, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম, মাও. মকবুল
হোসাইন, রেহেনা পারভীন আইরিন, শিল্পী মাজহারুল ইসলাম,শিল্পী মাহবুবুর রহমান, শিল্পী জহিরুল ইসলাম রুবেল, নজরুল
শিল্পী পরিষদের কোষাধ্যক্ষ এম এ কাশেম, কলি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পী মোঃ শাহীন মিয়া। পরে প্রয়াত আনতারার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও মরহুমার পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছরের ৯ অক্টোবর সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জ রেলস্টেশনে গিয়ে চলন্ত এগারসিন্দুর প্রভাতী ট্রেনে ওঠার সময় পা পিছলে আনতারা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কণ্ঠশিল্পী হিসেবে আনতারা কিশোরগঞ্জ শহরে
সুপরিচিত ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি সঙ্গীত চর্চাও করতেন। তিনি কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য
আসর, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ