আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রমজান আলীর পথসভা

চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী।

গতকাল সোমবার বিকেলে ঘোরজান ইউনিয়নে ফুলহারা বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরোও বিগত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোরজান ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।
৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। আরো উপস্থিত ছিলেন, থানা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ‌আলম মল্লিক। ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মুরাদ পুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল মুরাদী, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাহারুল মেম্বার, সম্পাদক শাহিন সিকদার। ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান, সম্পাদক আঃ হাই। ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আফসার আলী। ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ করিম মুন্সি, সম্পাদক আলমগীর মুন্সি। ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ লতিফ, সম্পাদক আঃ র‌উফ মেম্বার। ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তফা তালুকদার, ৯নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আঃ ওয়াজেদ আলী। সাবেক ওয়ার্ড আ’লীগের সভাপতি ছোবান সিকদার। ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক চান উল্লাহসহ হাজারো জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category