আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কটিয়াদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে গতকাল সকালে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. হায়দার আলী, কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা ফাতেমা। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, ইমাম, এনজিও
সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ