আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পবিএস’র ক্রিড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ 

স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র আয়োজনে জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়দের ট্রপি প্রদান করা হয়।
এছাড়াও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল খেলোয়ার ড্রাইভার মোঃ আনোয়ার হোসেনকে ফুটবল ট্রপি প্রদান করা হয়।
১৭ নভেম্বর থেকে শুরু হওয়া জিএম কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি টিম অংশগ্রহণ করে।  দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলে শীর্ষ চারদল ওঠে সেমিফাইনালে। ২৪ নভেম্বর দুই গ্রুপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও নান্দাইল জোনাল অফিসে ফাইনালে ওঠে। ১ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে। খেলায় ট্রাইব্রেকারে মাধ্যমে নান্দাইল জোনাল অফিস বিজয়ী হন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বাপবিবো ময়মনসিংহ -২ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন  নির্বাহী প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম এসওডি বাপবিবো, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র আওতাধীন সকল জোনাল অফিসের ডিজিএম, এজিএম সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ রাগীব আল হাসান।
সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক করিমগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ আখতার উজ জামানের তত্ত্বাবধানে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ