আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আদর্শ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ

আমিনুল হক সাদী; প্রখর তাপদাহে জনজীবন যখন অতীষ্ট তখন মানুষের কল্যাণে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা। সাধারণ পথচারীদের জন্য কোমল পানীয় বিতরণ করে প্রশংসিত হয়েছে তারা। কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ মানব কল্যাণ সংস্থার আয়োজনে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজের সামনে এসব পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ মানব কল্যাণ সংস্থার সভাপতি মো:ওয়াহিদুজ্জামান,সহসভাপতি মো:হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো:হুমায়ুন কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো: মোকাদ্দের হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক মো: মাহবুবুল আলম প্রমুখ।

আদর্শ মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো:হুমায়ুন কবীর বলেন, আমাদের সামাজিক সংগঠনটি সমাজ কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ