আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিদিন সংবাদ ডেস্ক:

দুই যুগে প্রবেশ করার আনন্দে  বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার,  ১৫ মার্চ বিকেলে জেলা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফ উদ্দীন আহমেদ লেনিনের সভাপতিত্বে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরীর  সম্পাদক বিশিষ্ট লেখক মু.আ লতিফ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা লেখক অধ্যাপক আবুল কাশেম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সাংবাদিক . কে নাসিম খানসাংবাদিক মোস্তফা কামালসাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ,সাংবাদিক অ্যাভোকেট শেখ মাসুদ ইকবাল, যুদ্ধাপরাধ প্রতিরোধ কমিটির কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজা, সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলসাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।

সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব কন্ঠের করিমগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ