কিশোরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুল ইসলাম খান মাসুম।
ইফার উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ঐতিহাসিক পাগলা মসজিদের ইমাম মুফতি মাও. খলিলুর রহমান। বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও.এনাম বিন
ফজলুল হক, মাস্টার ট্রেইনার মাও.জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুষ্কার বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মডেল কেয়ারটেকার মাও. হুমায়ুন কবীর। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply