আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ দলিত ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ দলিত ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটি নতুন কমিটি গঠিত হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু উত্তম কুমার ভক্তের উপস্থিতে জেলা কমিটি আহ্বায়ক বাবু মনিষ চৌহানের সভাপতিত্বে ২২ আগস্ট রোজ শুক্রবার বিকেলে চারটায় শহরের শ্রী শ্রী সিদ্দেস্বরী কালীবাড়ি অডিটোরিয়ামে আলোচনা ও কাউন্সিল অধিবেশনে মাধ্যমে নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়, এতে বাবু মনীষ চৌহানকে সভাপতি, বাবু সন্দ্বীপ হরিজনকে সাধারণ সম্পাদক ও কানু রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এর আগে অলোচনা অনুষ্ঠানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ীর সাধারণ সম্পাদক বাবু রতন বসাক, প্রতিক বাদল ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু প্রতিক বাদল বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কিশোরগঞ্জ জেলা শাখা কোষাধ্যক্ষ লুৎফুল কবীর বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সুচনা বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বাবু উত্তম কুমার ভক্তে উপস্থিত দলিত ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠী উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাবু রতন বসাক, বাবু প্রতিক বাদল ও লুৎফুল কবীরকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ