আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক শীর্ষক আলোচনাসভা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও
বিপথগামিতা রোধ কল্পে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ এই সভার আয়োজন করে। মঙ্গলবার বিকেলে
কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসীন খান।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিডিও মোঃ মোর্শেদ কামালের পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক তাহসিনা নাজনীন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিউটি আক্তার, নাজমুল আলম, মোঃ
মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী,সফল যুব আত্নকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ