আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসর নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি: ভোরের আলো সাহিত্য আসরের অতীত কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ও সদ্য
ইউপি নির্বাচনে এমএ হানিফ দেহুন্দা ইউপির চেয়ারম্যান,মো: হুমায়ুন কবীর জয়কা ইউপির চেয়ারম্যান
ও মাহমুদা আক্তার সরলা কাদিরজঙ্গল ইউপির মহিলা মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধণা দিয়েছে ভোরের
আলো সাহিত্য আসর।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মো: আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির উপপরিচালক আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি
ছিলেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব, এশিয়ান পোস্টের সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব। আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল মালেক চৌধুরী লিটন,সমন্বয়কারী মো: মোবারক হোসেন খান, উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো: মোতাহার হোসেন,সাধারণ সম্পাদক মো: আমিনুল হক সাদী,সিয়াম ডায়াগনস্টিকের সত্বাধিকারী মো: নুরুল ইসলাম, হাকীম মো: সুলতান আহমেদ,সাবেক
কাউন্সিলর প্রতিমা কর, সহ সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির রেহান, সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, কবি আব্দুল মালেক ভুইয়া, আলী আকবর খান,আনিসুজ্জামান খোকন, শিল্পী মাজহারুল ইসলাম,মো: শাহীন মিয়া, কবি মো: আল আমিন, সাদিয়া জাহান রেজা, নাদিয়া জাহান রেজা, স্বার্ণা আক্তার, তানিয়া আক্তার, আরিফা আক্তার, আশরাফুল প্রমুখ।

সভায় ভোরের আলো সাহিত্য আসরের অতীত কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ও সদ্য ইউপি নির্বাচনে এমএ হানিফ দেহুন্দা ইউপির চেয়ারম্যান,মো: হুমায়ুন কবীর জয়কা ইউপির চেয়ারম্যান ও মাহমুদা আক্তার সরলা কাদিরজঙ্গল ইউপির মহিলা
মেম্বার নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় আসরের উপদেষ্টাগন, কার্যকরী পরিষদের লোকজন,সদস্যগণ,বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। আসরে উপস্থিত কবি সাহিত্যিকগণ সংবর্ধিত অতথিগণকে নিবেদন করে কবিতা ও শিল্পীরা গানে মুখরিত করে তোলে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ