আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ৭১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‌্যাব-১৪ হাতে আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭১০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. ইছমাহিল (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ইছমাহিল পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া গ্রামের মইচ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান মো. ইছমাহিল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. ইছমাহিলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ