আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি সুলেখা আক্তার শান্তা‘র “নুতন সূর্য”

নুতন সূর্য
সুলেখা আক্তার শান্তা
দেশকে তোমার বাঁচিয়ে রেখো
শহীদ যোদ্ধাদের কথা স্মরণ রেখে।
কত রক্ত ঝরেছে এই বাংলার বুকে
শতসহস্র মায়ের বুক খালি হয়েছে এই মাটিতে।
শুয়ে আছে লক্ষ শহীদ যোদ্ধার দল।
মা-বোনদের ইজ্জত লুটে নিয়েছে
নৃশংস হানাদার বাহিনী।
আনাচে কানাচে ঝাড় জঙ্গল নদীপথে
মানুষের কেটেছে দিন।
কত নিপীড়ন সহ্য করে
ভোগ করেছে সীমাহীন দুর্ভিক্ষের যন্ত্রণা।
তবুও যুদ্ধ থেকে ক্ষান্ত হয়নি
শহীদ তোমার যুদ্ধের সন্তানেরা।
লড়াই করেছে জীবন দিয়ে
যার যা সম্বল ছিল তাই নিয়ে।
আজ আমরা শুয়ে আছি
যুদ্ধের যত সৈনিকরা পরম শান্তি নিয়ে।
স্বাধীন হয়েছে দেশ এই বাংলার মাটি।
শহীদ আমরা তোমাদের কাছে
এই আমাদের প্রত্যাশা
দেশকে তোমরা বাঁচিয়ে রেখো।
নুতন প্রজন্মকে ভালোবেসে
দেশ বাঁচবে নুতনদের হাতে
নুতন আলোর ঝলমলে সূর্য উঠবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ