আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক:
নয় পেরিয়ে দশে এ পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন নবম থেকে দশম বর্ষে পা রেখেছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এশিয়ান টেলিভিশনের ব্যতিক্রম সব আয়োজন চলে স্বাস্থ্যবিধি মেনে । সকল আয়োজন সফল ভাবে সম্পন্ন করা হয় । প্রথমে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় । এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শুভেচ্ছা বক্তব্য দেয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী স্মৃতি মুখর করে রাখতে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে সমাজের দুঃস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার পরিবেশন করা হয়। এরপর করোনা পরিস্থিতি ও শীতজনিত রোগের কথা বিবেচনা করে স্বাস্থ্যজনিত ঝুঁকি এড়াতে সকল বয়সের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় । এসময় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবিদুর রহমান খান ভূঁইয়া একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে তাদের চিকিৎসা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান ,দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি শফিক কবীর, আজকের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম নাঈম, হারুন-অর-রশিদ আব্দুল হেলিম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআলমগীর হোসাইন, মোঃ আবুল কালাম জসিম, আরসেদ আলী প্রমুখ। এই সময় আরো উপস্থিত ছিলেন অর্থ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ