আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের যুব উন্নয়ন পরিষদের যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্র সাড়া জাগিয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মহিনন্দে অবস্থিত যুব ও যুব নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দূঢ় প্রতিজ্ঞাবদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা ‘যুব উন্নয়ন পরিষদ’ এর পরিচালিত যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রর কার্যক্রমে এলাকায় সাড়া জাগিয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নীলগঞ্জ রোডস্থ গোয়াল াপাড়ায় ২০২০ সালের ১ নভেম্বরে প্রতিষ্ঠিত যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে এলাকায় প্রশংসিত হয়েছে। বিশেষ করে রাতে বয়স্কদের জন্য পাঠদান করানো হয়। দিনে বেকার যুব ও যুব নারীদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। এটির প্রশিক্ষণ কাজে সহায়তা দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। তারা এলাকার ১৮-৩৫ বছরের বেকার যুব ও যুব নারীদেরকে হাতে কলমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলছেন। যুব উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী বলেন, কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করি। মাস্টার্স ডিগ্রী পড়েও কোন সরকারী চাকুরীর দিকে না থাকিয়ে বেকার জনগোষ্ঠীদের নিয়ে কাজে নেমে যাই। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় ২০১০ সালের ৩ মার্চ যুব উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা করি । প্রতিষ্ঠানটিকে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধন দিয়ে ধন্য করে। ফলে আরও উৎসাহিত হয়ে বেকার জনগেড়াষ্ঠ্রীর উন্নয়নে কাজ করি। ২০২০ সালের ১ নভেম্বর যুব উন্নয়ন পরিষদ কর্তৃক পরিচালিত ‘যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্র’ গড়ে তোলি। এতে সর্ব প্রথম স্থানীয় ফিরোজ সাই নামের একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে নিশি পাঠদান শুরু করি। এরই মধ্যে ২০২১ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এলাকার বেকার যুব ও যুব নারীদেরকে সংগঠিত করে পারিবারিক হাস মুরগী পালন বিষয়ে একটি সফল প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করি।

এবারেও আরও একটি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষনার্থী সংগ্রহ করছি। প্রশিক্ষনার্থীদের থেকে কোনো অর্থ ও বিণিময় নেওয়া হয় না। এটি একটি সম্পুর্ণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সাড়া জাগিয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড সাহাদাৎ হোসেন বলেন, মহিনন্দের অজপাড়া গ্রামে যুব সংগঠক আমিনুল হক সাদীর প্রতিষ্ঠিত ‘যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা’ কেন্দ্রটি এলাকার বেকার জনগোষ্ঠ্রীর দারিদ্রতা বিমোচনে ও শিক্ষার উন্নয়নে জ্ঞানের আলো বিকিরণ করে যাচ্ছে । আমি তার প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ