আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্স উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার

ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা শহরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে ১৩নং বিট পুলিশিং কমিটির আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুক্র শাহীন এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নুরে আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আল- আমিন, ইস্পাহানী মির্জাপুর চায়ের সিনিয়র ড্রিষ্টিবিউশন ম্যানেজার (মার্কেটিং) এস এম এনামুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, ট্রাফিক পরিদর্শক (প্রসাশন) মো. শাহজাহান, ট্রাফিক পরিদর্শক আব্দুল হামিদ, জেলা মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ, সদস্য অসিম সরকার বাধন, বাস টার্মিনাল কমিটির আহবায়ক খালেদ ভূঁইয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ,বাস মালিক, শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক কর্মী উপস্থিত ছিলেন।

ট্রাফিক পরিদর্শক আমিনুর রহমানের উপস্থাপনায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গাইটাল বাস টার্মিনালে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস টার্মিনালের ট্রাফিক বক্স বাস টার্মিনালে দৈনন্দিন অসামাজিক কার্যকলাপ রোদে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা বক্তব্যে তুলে ধরেন।

ট্রাফিক বক্স নির্মাণে সার্বিক সহযোগিতায় করেন ইস্পাহানী মির্জাপুর চা কোম্পানী।

ট্রাফিক বক্স উদ্বোধন শেষে প্রধান অতিথি করোনা ভাইরাসের সচেতনার লক্ষে মাস্ক বিতরণ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ