আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ;একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ এর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের (বামুকট্রা) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সরকারের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান এর নেতৃত্বে ট্রাস্টের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাত ১২ঃ০১ মিনিটের আগেই  নির্ধারিত স্থানে এসে উপস্থিত হন।
এ সময় তাঁর সাথে ট্রাস্ট্রের পরিচালক (অর্থ) ড. মোঃ আমিনুল  ইসলাম, ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল উপস্থিত ছিলেন। ঠিক একই সময় রেওয়াজ অনুযায়ী  হুইলচেয়ারধারী মুক্তিযোদ্ধাবৃন্দ, যুদ্ধাহত ও খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ অন্যান্যরা সেখানে উপস্থিত হন।  অত:পর সকলে মিলে নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।   উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে সারাদেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ