আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নতুন নির্বাহী প্রকৌশলীর যোগদান

কিশোরগঞ্জ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনে বদলীর আদেশ পেয়ে কিশোরগঞ্জে যোগদান করেন।

উল্লেখ্য, মাহবুবুর রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক করেছেন। তিনি কিশোরগঞ্জে যোগদানের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ