আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীর চন্ডীঘাটে স্টিলবডি নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকরছে প্রভাবশালী মহল

নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি ঃকিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের চন্ডীঘাট এলাকায় গত ১০/১৫ দিন ধরে স্টিলবডি নৌকা দিয়ে বালু উত্তোলন করে আসছে এ প্রভাবশালী মহলটি। এরা প্রশাসনের দোহাই দিয়ে এ কাজ করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। অথচ স্থানীয় উপজেলা প্রশাসন এ বিষয়ে কিছুই জানেন না। জানাযায়, এ চক্রটি চন্ডীঘাট এলাকা ছাড়াও নিকলীর বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে স্টিলবডি নৌকা দিয়ে বালু এনে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকটি চক্র বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে দীর্ঘ দিন ধরে জড়িত রয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারনা। কিন্তু এধরনের ব্যবসা ছাড়াও চন্ডীঘাট এলাকায় আরো অবৈধ ব্যবসা চালিয়ে আসছে এ চক্রটি। এ ব্যাপারে গতকাল শনিবার বিকালে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ