আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ রুহুল আমীনকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে মোঃ রুহুল আমীনকে রবিবার বিকেলে জেলা শহরের প্রবীণ হিতৈষী কার্যালয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। হাজী .খালেক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমীন দ্বিতীয়বারের মতো জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মুহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরীর সহসভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল,সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ আইয়ুব বিন হায়দার, সহ সাধারণ সম্পাদক অ্যডভোকেট মোঃ নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় এতে আলোচনা করেন হোমিওপ্যাথি ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লি: এর পরিচালক সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ জ্ঞানতীর্থ গ্রন্থাগারের সভাপতি আলমগীর অলিক, সিদ্দিক পাঠাগারের সভাপতি মাহফুজা সুলতানা রোমা, ভোরের আলো সাহিত্য আসরের নারীপক্ষের সভানেত্রী সুবর্ণা দেব নাথ, মফিজ পন্ডিত পাঠাগারের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সজিব, শিল্পী বাবুল ভূইয়া, শিল্পী মাজহারুল ইসলাম, কবি শামসুজ্জামান পাঠাগারের প্রতিষ্ঠাতা শামসুজ্জামান, নাদিয়া জাহান রেজা, সাদিয়া জাহান রেজা, স্বর্ণা আক্তার, চাদনী আক্তার, এনায়েদ হোসেন ইকবাল, আনোয়ার শাহ, মোছলেহ উদ্দিন, মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ হাজী .খালেক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমীন দ্বিতীয়বারের মতো জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সময় সংগঠনের লোকজন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, কবি সাহিত্যিক, সাংবাদিক, ইতিহাসপ্রেমীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ