আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আমাদের নতুন সময়ের চীফ রিপোর্টার আবুল বাশার নুরু আর নেই

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার নুরু শুক্রবার দুপুরে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন।

ছোট মেয়ে নওরিন জানান, সকালে তার শরীর খারাপ হলে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিযে যাওয়া হয়। কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুমার নামাজের পর উত্তরায় তার নামাজের জানাজা হয়। এরপর নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে। সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ে যাওয়া হবে ফরিদপুরের নিজ গ্রামে, দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, ডেইলি আওয়ার টাইম ও আমাদের সময় ডট কম পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান ও সম্পাদক নাসিমা খান মন্টি। প্রয়াত আবুল বাশার নুরুর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ