আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

প্রতিদিন সংবাদ ডেস্ক:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০ মার্চ) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. তারেখ উদ্দিন আহমদ আবাদের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি  কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুনাহার,আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আশফাক।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা ও ক্রীড়া প্রতিযোগিতানুষ্ঠানের সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান।প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানের উপস্হাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক এ কে ফজলুল হক। এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্ছু, নাজিম উদ্দিন গোলাপ,মোঃ ফুরকান উদ্দিন,মোঃ মুকবুল হোসেন,জীবন চন্দ্র দাস। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ