আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে হতদরিদ্রের মাঝে ফেয়ার প্রাইজের চাল বিতরণ উদ্বোধন

মোঃ ফরহাদ হোসেন-
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, ক্ষুধায় এখন ভয় নাই, দশ টাকায় চাল পাই’ এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্প আয়ের মানুষের মাঝে দশ টাকা দরে চাল প্রদানের-২২ সালের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে ঘোড়জান ইউনিয়নে চেকির মোড় ও হাসপাতাল মোড়। খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া বাজার, খাষপুকুরিয়া ইউনিয়নে কোদালিয়া বাজার ও আঃ র‌উফ সিরাজীর বাড়ি, বাঘুটিয়া ইউনিয়নে চর বিনানুই নদীর ঘাট ও চর সলিমাবাদ মোল্লা বাজার, উমারপুর ইউনিয়নে হাটাইল নদীর ঘাট ও ধুপলিয়া বাজারে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফেয়ার প্রাইজের চাউল বিতরণের উদ্বোধন করেন, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো: আবু ছাইদ বিদ্যুত, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা ও উমারপুর ইউপি চেয়ারম্যান আঃ মতিন মন্ডল ৷
এসময় বিভিন্ন ইউনিয়নের ফেয়ার প্রাইজের ডিলার উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক আঃ হাই ভুট্রো, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, আঃ বারেক, আব্দুর রউফ সিরাজী, মজিবর মন্ডল, ছাইফুল মোল্লা, মাইন মোল্লা, রাজীব সরকার, আব্দুস সালাম প্রমুখ ৷
এদিকে অউপজেলার০৫ টি ইউনিয়নে ২জন করে ডিলারের মাধ্যমে স্বল্প আয়ের উপকারভোগীদের মাঝে ১০টাকা কেজি দরে প্রতি মাসে প্রতিজনকে ৩০কেজি করে চাল প্রদান করা হয় ৷”ডিজিটাল পরিমাপ যন্ত্রে প্রত্যেক কার্ডধারীকে ১০টাকা কেজি দরে চাউল ৩০কেজি করে বিতরণ করা হবে। এসময় স্ব-স্ব ট্যাগ অফিসারগণ চাউল বিক্রির তদার্কি করছেন

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ