আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে অটো-রিক্সাসহ তিন ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক ছিনতাইকারীরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল-নধার এলাকার নুরুল হকের ছেলে রমজান মোবারক (২৮), একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. শাকিব (১৯) ও মো. ধনু মিয়ার ছেলে আরাফাত মুন্না (১৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী এলাকার অটোরিকশাচালক আসকর আলী র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন যে গত ২৬ এপ্রিল দিনগত রাত সোয়া ১০টার দিকে নলিয়ারচর তিন রাস্তার মোড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে এবং মারধর করে কয়েকজন ছিনতাইকারী তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান।
এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ছিনতাইকারী অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক তিন ছিনতাইকারীর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ