আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাড়া-মহল্লায় লাইব্রেরী গড়ে তোলা হবে-কিশোরগঞ্জে গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজি

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশের গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক
অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, বর্তমান সরকার সরকারী
বেসরকারী গণগ্রন্থাগারের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের
প্রতিটি ইউনিয়নে ২ কিলোমিটারের মধ্যে লাইব্রেরী গড়ে তোলা হবে। এ লক্ষে
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। ১০০টি উপজেলায়
কালচারাল একাডেমীও গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরী
মিলনায়তনে মতবিণিময়সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য সাবেক
আইজিপি নূর মোহাম্মদ। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন
শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ
রফিকুল ইসলাম রেনু,ঢাকার নাক কান গলা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা:
মো.আ.সামাদ। পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর
পরিচালনায় বক্তব্য রাখেন বিটিভির জনপদ অনুষ্ঠানের চিফ কোর্ডিনেটর মোস্তাক
আহমেদ, জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো.আজিজুল হক
সুমন,পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন,
কিশোরগঞ্জ জেলা বেসরকারী গণগ্রন্ধাগার সমিতির সভাপতি রুহুল আমিন,
সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, অ্যডভোকেট মোঃ জালাল উদ্দিন,
মোতাহের হোসেন স্বপন, পাকুন্দিয়া উপজেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির
আহবায়ক রফিকুল ইসলাম খোকন, সদস্য সচিব কফি আফসার আশরাফীসহ
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
মতবিণিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের লাইব্রেরীর সমস্যা সম্ভাবনা নিয়ে
বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান
বাংলাদেশের গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর
সিদ্দিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের লাইব্রেরী
প্রতিনিধিগণ ছাড়াও পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরীর সদস্যগণ ও

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বেসরকারী লাইব্রেরীর প্রতিনিধিগণ উপস্থিত
ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ