আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইটনা উপজেলা আ.লীগের সভাপতি কামরুল, সম্পাদক খসরু

দীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে প্রেসিডেন্ট আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান সম্মেলন উদ্বোধন করেন।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল।
সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, এডভোকেট সানজিদা খান, এবিএম রিয়াজুল কবির কাউছার, আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জাকিয়া পারভীন খানম মনি এমপি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার, আওয়ামী লীগ নেতা এডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী, এডভোকেট আকরাম হোসেন, মো. বজলুর রহমান এবং ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাব উদ্দিন ঠাকুর খসরু।
সম্মেলনকে স্বার্থক করতে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন প্রেসিডেন্ট আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে। অর্ধলক্ষাধিক জনসাধারণ যোগদান করেন এ সম্মেলনে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ