আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁয় তাঁত ও কুটির শিল্প মেলা

 মেজবা হক জেলা প্রতিনিধি, নওগাঁ জেলা ট্রাক ও সিনএন জি মালিক সমিতির আয়োজনে ঢাকা বাস টার্মিনাল সংলগ্ন নতুন ট্রাক টার্মিনালে মাসব্যাপি চলছে তাঁত ও বস্ত্র মেলা | জেলা ট্রাক মালিক সমিতির সাঃ সম্পাদক জনাব ফরিদ বলেন, দীর্ঘদিন করোনার কারনে শহরে তেমন কোন মেলা বা বিনোদনের ব্যবস্থা হয়নি ৷ এই তাঁত ও বস্ত্র মেলা সাধারণ মানুষ বিশেষ কার শিশুরা অনেক আনন্দ পাবে ৷ মেলা প্রাঙ্গণ সরেজমিন ঘুরে দেখা যায় হরেক রকমের বাহারি পণ্যের যেমন, মোয়দের থ্রী পিচ, চুরি’ গহনা . হাতে তৈরি হস্তশিল্প প্রদর্শনী . শাড়ী কাপর . গেঞ্জি . শার্ট প্যান্ট . শিশুদের বিভিন্ন রকম খেলার সামগ্রী৷ আবার শিশুদের জন্য রয়েছে বিভিন্ন খেলার রাইড, সার্কাস আরো অনেক বিনোদনমূলক ব্যবস্থা ৷ সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য রয়েছে রাফেল ড্র | মেলার একাংশের আয়োজক জনাব রাসেল বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা চালানোর জন্য নওগাঁবাসীর সহযোগিতা একান্ত কাম্য৷

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ