আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

 

কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষের কৃষক ও কৃষাণীদের ১ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভাসমান বেডে সবজি ও মসলা
চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষের দিনব্যাপী কৃষক ও কৃষানীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার সকালে জেলা সদরের কৃষি বিভাগের প্রশিক্ষণ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি
সম্প্রসারণ বিভাগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।

সহযোগিতায় ছিলেন উপসহকারী উদ্ভিৎ সংরক্ষণ কর্মকর্তা আবুল হাশেমসহ অফিসের কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম। প্রশিক্ষণে শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা আক্তার ও জেবুন্নেসা আক্তার নাছিমা।
উল্লেখ্য কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর চাষীরাও সফলতা কুড়িয়েছে

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ