আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

নিকলীতে পাইপগানসহ গ্রেপ্তার -১

শাফায়েত নুরুলঃ

কিশোরগঞ্জের নিকলীতে একটি পাইপগান ও মোবাইলসহ রকিল মিয়া (৪৩) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৯ জুন) দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নিকলী উপজেলার মজলিশপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অস্ত্রসহ আটক হওয়া রকিল মিয়া নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নিকলী উপজেলার মজলিশপুর মোড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে অস্ত্রধারী রকিল মিয়াকে একটি পাইপগান ও একটি মোবাইলসহ আটক করা হয়।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় অস্ত্র সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

অস্ত্রসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category